নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানার গোপালপুর এলাকায় কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ৪২ বছর বয়সী আক্তারুল শেখ ওরফে মেজু নামে ১ জন নির্মাণ শ্রমিকের। বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের কুশাবেড়িয়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আক্তারুল ভিন্রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতেন। আর বছর খানেক ধরে কলকাতায় এক জন ঠিকাদারের অধীনে কাজ করতেন। কিন্তু ঠিকমতো মজুরী না পাওয়ায় কাজ ছেড়ে বাড়িও চলে আসেন। সম্প্রতি এক জন ঠিকাদার তাকে পাওনা মজুরী দেওয়ার জন্য ফোন করে ডাকেন। এরপর রবিবার গভীর রাতেরবেলা আক্তারুলের বাড়িতে ফোন করে জানানো হয়, আক্তারুল ছাদ থেকে পরে মারা যায়। পরে সোমবার কলকাতার একটি বেসরকারী হাসপাতালের তরফ থেকেও মৃত্যুর খবর এসেছে।
পরিবারের অভিযোগ, ‘‘খোঁজখবর জানা গিয়েছে যে আক্তারুলকে বারাসাত হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। তবে দেহ দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে। কারণ তিন মাসের মজুরি বাকি ছিল। সেই টাকা দেবে বলে ডেকে তাকে ঠিকাদার ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেছে।’’ গতকাল ময়নাতদন্তের পর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। এই ঘটনায় পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এই ঘটনাটির তদন্ত শুরু করেছেন।