Indian Prime Time
True News only ....

সপ্তাহান্তে প্রায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে মোচা

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর এরপর তা প্রবল ঘূর্ণিঝড় মোচার চেহারা নিতে পারে। মৌসম ভবন জানিয়েছে, গত শনিবার বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত সোমবারই নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী শুক্রবারের মধ্যেই নিম্নচাপ ঘূর্ণিঝড় মোচার চেহারা ধারণ করতে পারে।

বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে। শুক্রবার-শনিবার ওই বেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। আর সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার হতে পারে। কিন্তু ঘূর্ণিঝড় মোচা ঠিক কবে-কোথায় আছড়ে পড়বে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আবহাওয়ার বিভিন্ন পদ্ধতি অনুযায়ী জানা গেছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় মোচা তৈরী হতে পারে। এরপর বৃহস্পতিবার উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। তারপর বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আরো বৃষ্টি বাড়বে।

বৃষ্টির সাথে ঘণ্টায় ৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার হতে পারে। তবে পশ্চিমবঙ্গে কেমন প্রভাব পড়বে, তা এখনো পর্যন্ত জানা যায়নি। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে গরম বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছে। বৃহস্পতিবার অবধি রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored