চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার কসবার একটি নার্সিং হোমে লিফ্ট ছিঁড়ে গুরুতর জখম হয়েছেন এক দম্পতি। এই ঘটনায় নার্সিং হোম জুড়ে ব্যাপক হইচই শুরু হয়ে যায়।
জানা গিয়েছে, এই ঘটনার পরই ওই দম্পতিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে। এদিকে ওই দম্পতির নার্সিং হোমের উপরেই ফ্ল্যাট রয়েছে। আর ওই ফ্ল্যাটের লিফ্ট ছিঁড়ে বিপত্তি ঘটেছে।
এই ঘটনায় পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফ্ট ছিঁড়ে পড়েছে। আপাতত পুরো ঘটনাটির তদন্ত চলছে।