অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবীতে আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে গেল ডিএ আন্দোলনকারীদের মিছিল। সংগ্রামী যৌথ মঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্ট শান্তি রক্ষা সহ কিছু শর্তে হরিশ মুখার্জি রোড ধরে এই মিছিলের অনুমতি দিয়েছে।
এখনো ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সরকারী কর্মীদের একাংশ ডিএর দাবীতে শহিদ মিনারের নীচে অবস্থান করছেন। কিন্তু এদিন ডিএ আন্দোলনের শত তম দিনে সরকারী কর্মীদের একাংশ দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল শুরু করে। সরকারী কর্মীরা মিছিলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে করে কলকাতায় এসেছেন। হাজরা চত্বর গান-শ্লোগানে ভরে উঠেছে।
এদিন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘মিছিল হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে আবার হাজরা মোড়ে ফিরে আসবে। একশো দিনের উদ্যাপন হাজরা মোড়েই করা হচ্ছে।’’ আর হরিশ মুখার্জি রোড ধরে মিছিল প্রসঙ্গে বলেছেন, ‘‘কোনো বিতর্ক নেই। স্বাধীন দেশের স্বাধীন মানুষের যেকোনো জায়গায় প্রতিবাদ জানানোর অধিকার থাকা উচিত।’’
এক জন আন্দোলনকারী জানিয়েছেন, ‘‘আশঙ্কা করছি, লোকজন ঢুকে অশান্তি করতে পারে। পুলিশকে জানিয়েছি। কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের থেকে কোনো প্ররোচনা থাকবে না। সুশৃঙ্খল ভাবে মিছিল করব।’’ তবে পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।