চয়ন রায়ঃ কলকাতাঃ গত ১১ ই আগস্ট অনুব্রত মণ্ডল ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাতে গোরু পাচার মামলায় গ্রেফতার হন। আর সাড়ে আট মাস পর আজ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলও একই মামলায় গ্রেফতার হলেন। সুকন্যা তদন্তে অসহযোগীতার করে তদন্তে প্রভাব ফেলতে পারে তাই দীর্ঘক্ষণ জেরার পর দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।
ইডির করা মামলায় এখন অনুব্রত মণ্ডল দিল্লির তিহাড় জেলে বন্দি। কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর ইডি থেকে বেশ কয়েক বার তাকে ডেকে পাঠালেও সুকন্যা শরীর খারাপের কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। তবে বাবা সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হাতে গ্রেফতার হওয়ার পর জানান, “কোনোরকম আর্থিক লেনদেনের বিষয়ে কিছুই জানতেন না। সব কিছুই হিসাবরক্ষক জানান। কোনোদিন ব্যাংকে গিয়ে নগদ টাকা জমা দেননি। কোথায় কি সম্পত্তি রয়েছে কিছুই জানেন না।”
তদন্তকারীদের সূত্রে জানা যায়, সুকন্যা একাধিক সংস্থার ডিরেক্টর। ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে। লেনদেনও হয়েছে। তার সংস্থার মাধ্যমে কেনা বিভিন্ন চালকল সহ কয়েক কোটি টাকা সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৫ সালের পর থেকে ক্রমশ ব্যাংক আমানত ও সম্পত্তি বেড়েছে। ২০১৮ সালের পর থেকে সুকন্যার নামে বোলপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারী ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় প্রতিদিন নগদ টাকা জমা পড়েছে। অথচ ২০১৪ সালে সুকন্যা প্রাথমিক স্কুলশিক্ষিকা হিসেবে চাকরীতে নিয়োজিত হন। ইডি সূত্রে জানা গিয়েছে, এবার বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।