অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ থেকে আগামী বুধবার অবধি দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলতে পারে, কোথাও কোথাও বৃহস্পতিবারও বৃষ্টি হবে। এরপর আবার ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত তীব্র দাবদাহ থেকে কিছু দিন রেহাই মিলেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা অর্থাৎ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে না।
বৃষ্টির কারণে তাপমাত্রাও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার কমলা সতর্কতা জারি হয়েছে হাস। মালদা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে।
আগামী বুধবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আবার বাড়তে পারে। আবার বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস ছিল।