নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের কালনার দুই নম্বর ব্লকের চা গ্রামের দক্ষিণপাড়ায় পুরোনো একটি পুকুরের মাটি কাটতে গিয়ে উদ্ধার হয়েছে প্রাচীন বিষ্ণু মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে পুকুরে মাটি কাটার কাজ শুরু হয়েছে। প্রায় পাঁচ ফুট মাটি কাটা হয়ে গিয়েছিল। আর ওই মাটি ট্রাক্টরে করে কিছুটা দূরে পাঁচপাড়া এলাকায় হরিনাথতলায় পাঠানো হচ্ছিল। সম্প্রতি সেখানে ট্রাক্টর থেকে মাটি একটি জায়গায় ফেলার পরেই দেখা যায়, কাদামাখা একটি ভারী বিষ্ণু মূর্তি। এরপর মূর্তিটি ধুয়ে একটি মন্দিরে রাখা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু চা গ্রামের এলাকাবাসীরা পাশের গ্রামের এলাকাবাসীদের সাথে কথা বলে শোভাযাত্রার মাধ্যমে মূর্তিটি নিজেদের গ্রামে ফিরিয়ে আনেন। এর পাশাপাশি মূর্তির জন্য আলাদা একটি মন্দির তৈরীর কথা ভাবা হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর রঙ্গনকান্তি জানান, ‘‘ মূর্তিটি দশম-একাদশ শতকের। তখন সেন যুগ চলছিল। মূর্তিটির বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’’