Indian Prime Time
True News only ....

আগামী পাঁচ দিন রাজ্য জুড়ে বন্ধ থাকছে সমস্ত স্কুল

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ প্রবল গরমের জেরে আগামী পাঁচ দিন ওড়িশা সরকার রাজ্যের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ওড়িশার একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আগামী দিনে আরো গরম বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় পড়ুয়াদের কথা ভেবে আগামী পাঁচ দিন রাজ্যের সমস্ত বিদ্যালয় বন্ধ রাখা হবে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস। বারিপদায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রী সেলসিয়াস। ঝাড়সুকদায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রী সেলসিয়াস। ফলে বাড়ি থেকে বেরোলেই গরমের হলকায় শরীর পুড়ে যাওয়ার অবস্থা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জাপান সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই জরুরী বৈঠকে বসেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এমনকি আবহবিদদের সঙ্গেও কথা বলা হয়। এরপর সব মহলের সাথে আলোচনা করে আজ থেকে পাঁচ দিন বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জারি করা হয়। এছাড়া সরকারের তরফ থেকে মানুষকে সতর্ক করা হয়েছে। কিন্তু এরকম গরম অব্যাহত থাকলে পাঁচ দিন পর আবার সরকার পরিস্থিতি বিবেচনায় বসবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored