Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ইচ্ছাপত্র না রেখে স্বামী হারা নিঃসন্তান এক বৃদ্ধা মারা যাওয়ায় তার বিশাল সম্পত্তির ভাগ পেতে ইচ্ছাপত্রে মৃতদেহের বুড়ো আঙুলের ছাপ নিতে দেখা গেল আত্মীয়দের। উত্তরপ্রদেশের আগরায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। যার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। মৃতা মহিলার নাম কমলা দেবী।

ভিডিয়োতে দেখা গেছে, কমলা দেবীর দেহ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে রয়েছে। একটু পর মৃতদেহ শেষযাত্রার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু তার আগেই বৃদ্ধার সব সম্পত্তি হাতিয়ে নিতে দেওরের ছেলেরা মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে আসার সময় মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে কমলা দেবীর আঙুলের ছাপ ইচ্ছাপত্রে নিয়ে নেওয়া হয়।

তবে পাশে থাকা আইনজীবী এই কাজ করতে বারণ করলেও কোনো কথা শোনেননি। এই ঘটনায় কমলা দেবীর এক জন তুতো নাতি জিতেন্দ্র শর্মা আগরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।