নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এক নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামে বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫৫ বছর বয়সী বটকৃষ্ণ পাল নামে এক জন তৃণমূল কর্মীর গলাকাটা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বটকৃষ্ণবাবু একটি মাটির বাড়িতে বাস করতেন। সম্প্রতি পুরোনো বাড়ি থেকে কিছুটা দূরে একটি পাকা বাড়ি তৈরী করছিলেন। গতকাল রাতেরবেলা ওই পাকা বাড়িতে একাই ছিলেন। ওই দিন তার ছেলে গোবিন্দপ্রসাদ পালের সাথে কথাও হয়েছিল। এদিন ওই বাড়ি থেকে বটকৃষ্ণবাবুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
চন্দ্রকোণা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করতে গেলে গোবিন্দপ্রসাদ সিআইডি তদন্তের দাবী করেন। পাশাপাশি এলাকাবাসীরা কুকুর এনে তদন্তেরও দাবী জানালে ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
স্থানীয় বিধায়ক অরূপ ধাড়া বলেন, ‘‘বটকৃষ্ণবাবু দলের পুরোনো কর্মী। সমবায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হয়েছিলেন। দলের কোনো পদে না থাকলেও দায়িত্ব নিয়ে কাজ করতেন। মৃতদেহ দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে। ঘটনাটির তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে।’’