নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের ঘোকসাডাঙার ছোট শিমুলকুড়ির পর এবার হাড়িভাঙা গ্রামে বাইসনের আক্রমণে মৃত্যু হয়েছে ১ জনের। আর আহত হয়েছেন কয়েক জন। মৃতের নাম বীরেন বর্মণ। বয়স ৫৯ বছর। বাড়ি কোচবিহারের এক নম্বর ব্লকে। গত কয়েক দিন থেকে পর পর এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বীরেনবাবু বাগানে ফুল তোলার সময় একটি বাইসন আক্রমণ করে। এরপর বৃদ্ধকে আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গত মঙ্গলবার থেকে শনিবার অবধি বাইসনের হামলায় আট জন ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে তিন জন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
জেলার এডিএফও বিজন নাথ জানান, ‘‘সকালবেলা এলাকাবাসীরা বাইসন দু’টিকে দেখতে পেয়েছেন। বন দপ্তরের কর্মীরা ওই বাইসন দু’টিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করছেন। সরকারের তরফ থেকে মৃত ও আহত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’’