নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার বাগনান স্টেশনে চলন্ত মালগাড়ির সামনে আচমকা ঝাঁপ দিয়ে প্রাণ হারান ১ মহিলা। মৃতরা হলো ৩২ বছর বয়সী রিঙ্কা মণ্ডল ও ৬ বছর বয়সী শিশুকন্যা রিমি মণ্ডল। শ্যামপুরের নাউলের বাসিন্দা রিঙ্কা সেখানকার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন।
রেলপুলিশ সূত্রে খবর, প্রায় দুই ঘন্টা ওই মহিলা শিশুকন্যাকে নিয়ে বাগনান স্টেশনে ঘোরার পর চার নম্বর প্ল্যাটফর্মে একটি চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপ দেন। এরপর ট্রেনের ধাক্কায় রেললাইনের উপর ছিটকে পড়েন। আর ট্রেনের নীচে শিশুকন্যা ঢুকে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রিঙ্কা এবং রিমিকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে যান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু সেখান থেকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা রিঙ্কা ও রিমিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। কিন্তু কারণ পুরোপুরি জানতে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।