Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ গতকাল রাতেরবেলা ৯ টা ৩০ মিনিট নাগাদ কেরলের কোজিকোড়ের কাছে এলাথুর রেলস্টেশনে ঢোকার মুখে আলপ্পুজা-কন্নুর এগ্‌জিকিউটিভ এক্সপ্রেস ট্রেনে রাগের মাথায় সহযাত্রীর গায়ে আগুন লাগিয়ে দেন অপর এক সহযাত্রী।

সূত্রের খবর, হঠাৎ ট্রেনের মধ্যে ডি১ কোচে সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কটূক্তিও শুরু হয়। কিন্তু আচমকা ওই ঝগড়া মারাত্মক আকার ধারণ করে। এরপর এক যাত্রী রাগের মাথায় সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জন যাত্রীর। আর আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় গুরুতর আহত হয়েছেন ন’জন যাত্রী।

এই ঘটনায় ওই কোচের এক জন যাত্রী আতঙ্কে অ্যালার্ম চেন টানার পর তিন জন যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া অন্য যাত্রীরা নিজেদের বিপদের হাত থেকে বাঁচাতে ট্রেনের অন্য কোচে আশ্রয় নেন। এরপর ট্রেন থামাতেই আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এই ঘটনার চার ঘণ্টা পর রেললাইন থেকে শিশু সহ তিন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার পর ট্রেন থামতেই অভিযুক্ত পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তের খোঁজ শুরু করেছেন।। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন।