নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার করিমপুরের হোগলবেড়িয়ায় পরীক্ষা দিয়ে বাড়িতে এসে সন্ধ্যাবেলা থেকে বাড়ি ফেরেনি আকাশ শেখ নামে একাদশ শ্রেণীর এক জন ছাত্র। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে খবর, আকাশের বাবা পরিযায়ী শ্রমিক। বাড়িতে মা-বোনের সাথে থাকে। প্রায় দু’বছর থেকে এক সহপাঠিনীর সাথে সম্পর্ক ছিল। সোমবার কিশোরীর পরিবার এই বিষয়টি জানার পর আকাশের বাড়িতে আসে। দুই পরিবারের মধ্যে ঝামেলাও হয়। উভয়ই প্রাপ্তবয়স্ক না হওয়ায় আকাশের পরিবার কিশোরীকে বুঝিয়ে বাড়ি ফেরত পাঠান। এরপর আকাশের সাথে ওই কিশোরীর যোগাযোগ বন্ধ হয়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু বৃহস্পতিবার আকাশ ‘আসছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। ফোন করা হলে ফোন না ধরায় ফোনেও যোগাযোগ করা যায়নি। সন্দেহ করা হচ্ছে যে, সহপাঠী কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের জেরে অভিমানে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে হোগলবেড়িয়া থানায় নিখোঁজ ডায়েরী করায় পুলিশ কিশোরের খোঁজ শুরু করে দিয়েছেন।