নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার দিনে শক্তিগড়ের রেস্তরাঁয় বীরভূমের বাসিন্দা কৃপাময় ঘোষকে দেখা গিয়েছিল। কড়া পুলিশী নিরাপত্তার মধ্যেও অনুব্রত মণ্ডলের সাথে কৃপাময় দেখা করেছিলেন কিভাবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাই এবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কৃপাময়কে দিল্লিতে তলব করেছেন।
তিনি বোলপুরের নিচু বাঁধগোড়ার বাসিন্দা। পেশায় মৎস্য বিভাগের কর্মী। বোলপুরের তৃণমূলের পার্টি অফিস দেখাশোনার দায়িত্বেও ছিলেন। আর অনুব্রত মণ্ডলের নানা সম্পত্তির দেখাশোনা করতেন। এদিকে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার পরে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও তলব করা হয়েছে।
এছাড়া তদন্তকারীরা গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারি সহ মোট ১২ জন সন্দেহভাজন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের পর মণীশকে গ্রেফতার করেছেন। আর ওই তালিকাতেই কৃপাময়ের নাম ছিল। তাছাড়া সুকন্যার গাড়িচালক তুফান মির্ধাও ছিল। আর শক্তিগড়ের রেস্তরাঁয় অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে কৃপাময়ের সাথে এই তুফানকেও দেখা গিয়েছিল।
মাসখানেক আগে ইডি তুফানকে তলব করেছিল। সম্প্রতি তার নামে বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, শক্তিগড়ে প্রাতরাশের সময় জনা দুয়েক ব্যক্তি অনুব্রত মণ্ডলের সাথে দেখা করেন। এমনকি খাওয়ার ফাঁকে কথাও বলেন। তখন অনুব্রত মণ্ডল সহ পুলিশ আধিকারিকদের খাওয়ার বিলও তারাই মিটিয়েছেন। আর তা জানাজানি হওয়ার পরেই কৃপাময় এবং তুফানের নাম-পরিচয় প্রকাশ্যে আসে।