চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে শিল্পপতিদের সাথে বৈঠকে রাজ্যে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ঘোষণা করলেন। পাশাপাশি এই বৈঠকে পরিসংখ্যান দিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির কথা জানান।
এদিন নবান্নের সভাঘরে ইন্ডাস্ট্রি প্রমোশন বোর্ডের বৈঠকে অন্য মন্ত্রীরাও ছিলেন। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অবাক হয়ে যাবেন, এমএসএমই সেক্টরে ১ লক্ষ ১৪ হাজার লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই শিল্পে আগামীদিনে ৪১ লক্ষ মানুষেরর নতুন চাকরী হবে। ইতিমধ্যেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ১ কোটি মানুষের চাকরী হয়েছে।
এছাড়া কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিজেদের দপ্তর করছে। তা শহরের মুকুটে নতুন পালক। সেখানেও ৩০ হাজার মানুষের চাকরী হবে। শুধু সরকারী নয়, বেসরকারীতেও চাকরী হয়।’’ অন্যদিকে আগামী ২১-২৩ শে নভেম্বর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। শিল্প সম্মেলনের আগে রাজ্যে প্রায় চারটি রোড শো করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের শিল্প ও ইকোনমিক করিডর নিয়ে প্রচারের জন্য মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও পর্যটন দপ্তরে হোর্ডিংয়ের মাধ্যমে বিভিন্ন শিল্প এবং ইকোনমিক করিডরের কথা তুলে ধরে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শিল্পে পশ্চিমবঙ্গের অবস্থান তুলে ধরতে রাজ্যে ওয়াগন শিল্প, মেট্রো কোচ নির্মাণ শিল্প সহ খড়গপুরে হতে চলা টাটা-হিটাচির কারখানার কথাও উল্লেখ করেছেন।