নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হুগলীর শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডে একটি লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পর পর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা দিলে তার ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। আর এক জন পিষ্ট হয়ে ওই লরির তলায় আটকে রয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, লরিটি ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর একটি চারচাকা গাড়ি সহ তিনটি বাইককে চাপা দেয়। এই ঘটনায় তিন জন আহত হন। এরপর আহতদের শ্রীরামপুর ওয়াল্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৪২ বছর বয়সী শঙ্কর মালিক নামে এক জনকে মৃত ঘোষণা করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে লরিটি আরো এক জনকে চাপা দেয়। তারপর ওই ব্যক্তি লরির তলায় আটকে গেলে ক্রেন এনে তাকে উদ্ধার করার চেষ্টা করা হয়। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে। এছাড়া এলাকাবাসীরা দিল্লি রোড অবরোধ করলে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।