চয়ন রায়ঃ কলকাতাঃ চলতি সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১৫ ই মার্চ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমঘেঁষা কয়েকটি জেলা যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুররে ঝড়-বৃষ্টি হবে। আর ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পর পর দু’দিন কলকাতায় প্রথম কালবৈশাখী ঝড় হতে পারে।
এছাড়া নদীয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণাতে ঝড়-বৃষ্টি হবে। আর ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি উত্তরবঙ্গে প্রায় সারা সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির হবে। আজ শুধু দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে।
আগামীকাল থেকে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং বুধবার থেকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার মালদা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।