Reading Mode

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ দীর্ঘ দিন থেকে বম্বে আইআইটিতে গবেষণারত ৩৩ বছর বয়সী এক যুবকের উপর যৌন অত্যাচার করার অভিযোগ উঠেছে পোয়াইয়ের অভিজাত এলাকার এক দম্পতির বিরুদ্ধে।

ওই যুবকের দাবী, ‘‘প্রায় দুই বছর আগে ওই দম্পতির সাথে এলজিবিটি সম্প্রদায়ের একটি ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল। এরপর তাকে উচ্চশিক্ষিত ওই দম্পতি যৌনদাস করে বহু বার গলায় ফাঁস এঁটে যৌন নির্যাতন করেছেন। এছাড়া হাত বেঁধে গায়ে গরম মোম ঢেলে দিতেন। এমনকি ওই যুবকের উপর কালো জাদুর নানা পরীক্ষা-নিরীক্ষাও করতেন।’’

ইতিমধ্যে পুলিশ ওই যুবকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করেছেন। তবে ওই দম্পতির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন।