ব্যুরো নিউজঃ আমেরিকাঃ চিনা নববর্ষ উপলক্ষ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে আচমকা বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের। আর আহত হয়েছেন ৯ জন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, “এক বন্দুকবাজ মেশিন গান নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। আর এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। ওই বন্দুকবাজের কাছে বহু কার্তুজ ছিল। এক বার মেশিন গান ফাঁকা হয়ে যাওয়ার পর আবার তাতে গুলি ভরে নিয়ে এলোপাথাড়ি চালিয়ে যাচ্ছেন।”
এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এখনো অবধি বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছেন। এছাড়া এই হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।