Indian Prime Time
True News only ....

এবার বইমেলার স্টলে রান্নার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হলো

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় খাবারের স্টলে আগুন জ্বেলে রান্না করায় নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুরসভা। আর রান্নার বিকল্প জায়গা হিসাবে মেলা প্রাঙ্গণের পিছনে সুইমিং পুলের অংশটি খুলে দেওয়া হবে। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে’ এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কৃষ্ণা চক্রবর্তী এও বলেন, ‘‘খাবারের স্টলে ভিড় উপচে পড়ে। এরই মধ্যে এক পাশে আগুন জ্বেলে রান্না করা হয়। যেকোনো সময়ে বিপদ ঘটতে পারে। তাই বইমেলা কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, মেলা প্রাঙ্গণের ভিতরে রান্না করা যাবে না। এর পরিবর্তে সুইমিং পুলের পাশে রান্না করে তা খাবার স্টলে নিয়ে আসা যাবে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে গিল্ড, পুলিশ, দমকল ও পুরসভা একসাথে করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে। সেখানেই পুর কর্তৃপক্ষ খাবারের স্টলে রান্নায় বিধিনিষেধের বিষয়টি জানিয়ে দেন। গিল্ডের সভাপতি সুধাংশু দে বলেছেন, ‘‘আমরাও চাই মেলা নিরাপদে পরিচালনা করতে। আর পুরসভার সুইমিং পুলটি মেলা প্রাঙ্গণের লাগোয়া। তাই সেখান থেকে খাবার স্টলে আনতে সমস্যা হবে না।’’

এছাড়া গিল্ডের তরফ থেকে শনিবার এবং রবিবার মেট্রো চালাতে মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’’ শিয়ালদহ অবধি মেট্রো চালু হওয়ার পরে এই প্রথম সল্টলেকে বইমেলা হওয়ায় দর্শক সংখ্যাও বাড়তে পারে। গত বছর যেখানে ৬৫০ টির মতো স্টল ছিল, সেখানে এবার স্টলের সংখ্যা বেড়ে প্রায় ৮৫০ টি হচ্ছে। তাই কড়া নিরাপত্তা জন্য পুলিশ বইমেলা কর্তৃপক্ষকে দেড়শোর বেশী সিসি ক্যামেরা রাখতে বলেছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored