চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল ১২ ই জানুয়ারী অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কেষ্টপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে কড়া ভাষায় আক্রমণ করলেন।
প্রসঙ্গত, জাকির হোসেনের বাড়ি সহ একাধিক ফ্যাক্টরিতে আয়কর দপ্তর হানা দিয়ে প্রায় ১৫ কোটি টাকা উদ্ধার করেছে। আর সুকান্ত মজুমদার এই বিষয় জানান, “কোনো ব্যবসায়ী বা যে কেউ টাকা রাখতেই পারেন। কিন্তু সেই টাকার উৎস কি তা আয়কর বিভাগকে জানাতেই হবে। আয়কর সময় মতো জমা করতে হবে।
যদি তা না হয় তাহলে বেআইনী ভাবে টাকা মজুত করে রাখার জন্য জরিমানা দিতে হবে। জাকিরের যা অবস্থা তাতে হয়তো এই জরিমানা দিতে গিয়ে ফতুর হয়ে যাবেন। তখন আর তাঁর নাম জাকির হোসেন থাকবে না ফকির হোসেন হয়ে যাবে।”
তবে চালকল থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা নিয়ে জাকির হোসেন দাবী করেন যে, “কৃষকদের জন্য বরাদ্দ অর্থ রাখা হয়েছিল।” পাল্টা সুকান্ত মজুমদার ওই প্রসঙ্গে বলেন যে, “কৃষকদের জন্য বরাদ্দ টাকা একজন বিধায়কের কাছে থাকবে কেন? সেই টাকা নগদ ভাবেই বা রাখা হবে কেন? কৃষকদের জন্য বরাদ্দ সরকারী অনুদান ও অন্যান্য সাহায্য সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার কথা।”