নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ গতকাল অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শহর বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোঁড়া হয়। বিশাখাপত্তনম স্টেশন থেকে মাররিপালেম কোচ মেনটেন্যান্স সেন্টারের উদ্দেশ্যে পরীক্ষামূলক যাত্রার সময় এই ঘটনাটি ঘটে। পাথরের আঘাতে একটি কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সে সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের পরে এবার অন্ধ্রপ্রদেশ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ উঠলো। কিন্তু এই ঘটনা বার বার ঘটছে কেন সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
যদিও আরপিএফের তরফে অভিযোগ দায়েরের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য যে, ১৯ শে জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মাধ্যমে ওই রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চালু হওয়ার কথা। তবে তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল।