নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির ব্যস্ত সদর বাজারের পার্কিং লটের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরে বাড়িটির সিঁড়ি ভেঙে পড়ে। আর এই ঘটনায় আহত হয়েছেন এক জন। জখম ব্যক্তি বাজারে কুলির কাজ করেন।
এরপরই গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে লোকজন ছোটাছুটি করতে শুরু করে। এই বাজারে পাইকারী হিসাবে মালপত্র বিক্রি হওয়ায় সন্ধ্যার সময় প্রচুর ব্যবসায়ী কাপড়, খেলনা সহ নানা জিনিস কিনতে ভিড় জমান। আর তখনই বিস্ফোরণ ঘটে। পুলিশ ও দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
দমকল কর্মীরা দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে ধ্বংসস্তূপ সরিয়ে ওই কুলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আপাতত তার পরিচয় জানা যায়নি। এছাড়া ফরেন্সিক দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য গিয়েছেন। কিন্তু বিস্ফোরণ ঘটলো কিভাবে ঘটল তা নিয়ে পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছেন।