নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বাঁকুড়ার তালডাংরা থানা এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক পূর্ব বর্ধমানের দিকে আসার পথে বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর এলাকায় চাকা পাংচার হয়ে রাস্তার ধারে উল্টে যাওয়ায় ছ’জন ট্রাকের নীচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর এলাকাবাসীরাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চার জনকে মৃত ঘোষণা করেন। আর দুই জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতরা হলেন রায়না থানার বহরমপুর ও দেবিবরপুর গ্রামের বাসিন্দা রটে মল্লিক, বুড়ো মল্লিক, গফুর মির্জা এবং সুরজিৎ মাণ্ডি। বিষ্ণুপুর থানার পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Sponsored Ads
Display Your Ads Here