অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও শহরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো। বড়বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাওয়ালার বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল। এই টাকা উদ্ধারের ছবি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের অধ্যায়কে মনে করিয়ে দিল।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি তাদের কাছে হাওয়ালা সংক্রান্ত লেনদেনের খবর ছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মহাত্মা গান্ধী রোডের কাছে কপিলচরণ বেহারা নামে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে নগদ ১২ লক্ষ টাকা উদ্ধার হয়। কিন্তু টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সদুত্তর দিতে না পারায় কপিলকে গ্রেফতার করা হয়।
এরপর জেরা করে একটি অফিসের সন্ধান পাওয়া যায়। আর সেই মতো রবীন্দ্র সরণীতে অবস্থিত ওই অফিসে হানা দিয়ে পুলিশ সেখান থেকে নগদ প্রায় ১৬ লক্ষ টাকা উদ্ধার করার পাশাপাশি অফিসে হাজির পাঁচ জনকে প্রথমে আটক করা হয়। তারপর তাদের কাছে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এর জেরে ওই অফিসের মালিক গৌরব প্রজাপতি এবং চিরাগ রমেশভাই প্রজাপতি সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেন। ধৃত ছ’জনের কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ লক্ষ ৯৭ হাজার ৭০০ টাকা। তদন্তকারীরা আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েক জায়গায় হানা দিয়ে বিপুল টাকা উদ্ধার করেন। ধৃত আটজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৯-তে বরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধৃত ব্যক্তিদের কাছে এত টাকা এল কিভাবে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।