অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের জালে ৪০ কেজি বিস্ফোরক পদার্থ সহ ধরা পড়লো দুই জন পাচারকারী।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল সোনারপুর-বামনঘাটা হাইওয়েতে পৌঁছে সন্দেহজনক দুইটি বাইক আটক করে। এরপর তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেন। আর বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ৩২ বছর বয়সী শেখ ফিরোজ ও ৬২ বছর বয়সী শেখ রমজান ওরফে লালাই নামে দুই জন বাইক আরোহীকে গ্রেফতার করা হয়।
পুলিশের অনুমান, কমলা রঙের সেই বিস্ফোরক আর্সেনিক সালফাইড। পাচারের উদ্দেশ্যে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় ফিরোজ এবং রমজানকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দু’জনকেই জিজ্ঞাসাবাদ করে পাচারচক্র সম্পর্কে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।