নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাহুরা সীমান্তে মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জওয়ানদের হাতে ধরা পড়ে গেল সাত বছর বয়সী এক জন নাবালিকা।
১১৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান সূত্রে জানানো হয়, গোপন সূত্রে খবর ছিল যে সীমান্ত দিয়ে মহিলার মাধ্যমে মাদক পাচারের চেষ্টা হবে। সেই মতো এলাকায় কয়েক জন মহিলা জওয়ানকে পাহারায় রাখা হয়। কিন্তু কোনো মহিলার দেখা পাওয়া যায়নি।
তবে এদিন ওই নাবালিকাকে সীমান্তের দিকে যেতে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ হতে তল্লাশি শুরু করলে সে ভয়ে কাঁদতে শুরু করে। এরপর ওই নাবালিকাকে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়া ১০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
এদিকে ওই নাবালিকা জেরায় জানিয়েছে, তার মা এই প্যাকেটগুলি সীমান্ত লাগোয়া দিদিমার বাড়িতে পৌঁছে দিতে বলে। সেই মতোই দিদিমার বাড়িতে যাচ্ছিল। তারপর ওই নাবালিকাকে মাদক সহ রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তরিত করা হয়। আপাতত ওই নাবালিকাকে বহরমপুরে একটি সরকারী হোমের হেফাজতে পাঠানো হয়েছে।
আর ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে মাদক পাচারে জড়িতদের পরিচয় সহ বিস্তারিত তথ্য অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। সম্ভবত নাবালিকা মেয়েকে দেখে কারোর সন্দেহ হবে না ভেবেই তাকে এই কাজে লাগানো হয়েছে। কিন্তু বিএসএফ জওয়ানদের নজরদারিতে অবশেষে এই চেষ্টা ব্যর্থ হয়।