নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের কোটারে ষাঁড়ের হামলায় প্রাণ হারালেন এক জন পথচলতি বৃদ্ধ। মৃত সবরমতী এলাকার বাসিন্দা মহেশচন্দ্র থনওয়ার। বয়স ৬২ বছর। তিনি স্থানীয় একটি সরকারী বিদ্যালয়ে চাকরী করতেন। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়ে দুর্ঘটনাটি ঘটে। এই হামলার দৃশ্য ভিডিও মারফত নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা রাস্তা দিয়ে হাঁটছিলেন। আর মহেশচন্দ্রবাবু উল্টো দিক থেকে হেঁটে আসছিলেন। এরপর ষাঁড়টি প্রথমে মহিলার দিকে তেড়ে গিয়েও আচমকা ওই বৃদ্ধের দিকে ধাওয়া করে। রাস্তায় ওই সময় কেউ না থাকায় শিংয়ের ধাক্কায় মাটিতে ফেলে গুঁতিয়ে রাস্তায় ফেলে দিয়ে বার বার শিং দিয়ে আক্রমণ করে।
এরপর শিংয়ে তুলে নেয়। সেই সময় একটি বাইক রাস্তা দিয়ে যাচ্ছিল। ষাঁড়টির কীর্তি দেখে আরোহী বাইক থামিয়ে ষাঁড়টির দিকে ঢিল ছুঁড়তেই ষাঁড়টি মহেশচন্দ্রবাবুকে ফেলে পালিয়ে যায়। ষাঁড়টির হামলায় মহেশচন্দ্রবাবুর চোখ উপড়ে আসে। সারা মুখ ক্ষতবিক্ষত হয়ে মাথায় গুরুতর আঘাত পান।
তারপর ষাঁড়টি চলে যাওয়ার পর তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ছয় ঘণ্টা ধরে চিকিৎসা চলাকালীনও রক্ত থামানো যায়নি। তারপরই মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।