অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এক নাবালিকাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে যে, নাবালিকার সঙ্গে ওই যুবকের মা একটি প্রতিষ্ঠানে বিউটিশিয়ান কোর্স করতেন। ওই মহিলার বাড়িতে একটি পার্লারও রয়েছে। গত অক্টোবর মাসে কালীপুজো উপলক্ষ্যে ওই মহিলা নাবালিকাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন।
এরপর খাবারে মাদক মিশিয়ে দিতেই নাবালিকা অচেতন হয়ে পড়লে তাকে ওই যুবক ধর্ষণ করে। তিন দিন ধরে এই নির্যাতন চলে। তারপর কোনো মতে পালিয়ে এসে এক আত্মীয়কে সব কথা জানায়। এরপরেই একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা করাতে যায়। প্রথমে সামাজিক লজ্জার কারণে ধর্ষণের অভিযোগ করতে চায়নি।
তারপর গতকাল হরিদেবপুরের পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছেন।