নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বাংলাদেশ সীমান্তে তোতা পাখির পাচার আটকানো সম্ভব হয়েছে। বিএসএফের ৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের টহলদারির সময় ১২১ টি তোতা পাখি উদ্ধার হয়।
বিএসএফ সূত্রে খবর, তিন জন ব্যক্তিকে সীমান্তের কাছে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। এরপর পিছু ধাওয়া করতেই ওই তিন জন ব্যক্তি সোজা জঙ্গলের দিকে পালান। তারপর বিএসএফ জওয়ানেরা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাতেই ওই ১২১ টি তোতা টি পাখি উদ্ধার হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
উদ্ধার হওয়া পাখিগুলিকে তেহট্টের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফের এক জন আধিকারিক জানান, ‘‘সীমান্তে চোরা কারবার আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের এলাকা থেকে কোনো মতেই চোরাচালান হতে দেব না।’’