নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকে হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের মদনজোত এলাকায় হাতি হামলায় গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী চুমানুস ওঁরাও নামে ১ জন যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, চুমানুসের ঘুম ভাঙার পরে ঘর থেকে বের হতেই প্রচণ্ড শব্দ শুনতে পায়। এরপর ঘরের পেছনে যেতেই হাতি মুহুর্তের মধ্যে তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দেয়। এরপর চুমানুসের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে হাতিটিকে তাড়িয়ে চুমানুসকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
হাতির হানায় তার হাত-পা ও বুকের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। মহকুমা পরিষদের সভাপতি অরুণ রায় চুমানুসকে হাসপাতালে দেখতে গিয়ে জানান, ‘‘গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার চুমানুস ওঁরাও দলছুট হাতির আক্রমনে আহত হয়েছে। এই ঘটনার খবর পেয়েই দেখতে এসেছি। আমরা তার সব চিকিৎসার ভার বহন করব। পাশাপাশি বন দপ্তরের সাথে সতর্ক হওয়ার জন্য কথা বলব।’’