মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার মাটিয়া থানার বিষ্ণুপুর এলাকায় টাকি রোডে স্কুলবাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে প্রায় ১৪ জন পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, “একটি বেসরকারী স্কুলবাসে পড়ুয়ারা বসিরহাটের থেকে বারাসাতের দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক অর্থাৎ বারাসাতের দিক থেকে একটি লরি বসিরহাটের দিকে আসছিল। তখনই মাটি থানার বিষ্ণুপুরের কাছে ওই গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হতেই বাসচালক সহ বেশ কয়েক জন পড়ুয়ারা আহত হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর ওই বাসচালক ও দুই জন স্কুলপড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে পরে শারীরিক অবস্থার অবনতির জন্য বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।” মাটিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এদিনের এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।