নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল বর্ধমানের দুর্গাপুরের আমরাই গ্রামের মাদ্রাসা পাড়ায় বোমা বিস্ফোরণে আহত হলেন শেখ আনসার আলি নামে এক ব্যক্তি। শেখ আনসার পেশায় এক জন রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বোমা বাঁধতে গিয়ে তা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। এরপর আনসারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারপর দুর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এছাড়া এই বিস্ফোরণ ঠিক কি কারণে ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ আধিকারিকরা তদন্তে নেমেছেন। এর পাশাপাশি ওই এলাকায় বোমা তৈরী করা হচ্ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।