নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির দেবনগর এলাকায় নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর এক জন নাবালিকা। মৃত্যুর আগে সুইসাইড নোটে নিজের মৃত্যুর কারণ লিখে গিয়েছিল। নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়।
চিঠিতে লেখা ছিল, ‘‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও আমার প্রিয় বান্ধবী নিজের স্বার্থে আমার জীবনটা শেষ করে দিল। সবাই অপবাদ দিলেন। আমি বিদ্যালয়ে মুখ দেখাব কিভাবে! এই জীবন রাখার চেয়ে না রাখাই অনেক ভালো।’’
অভিযোগ উঠেছে যে, পরীক্ষা চলাকালীন শ্রেয়ার আসনের পিছনে বসে থাকা এক জন পরীক্ষার্থী শ্রেয়ার খাতা চায়। কিন্তু সে খাতা না দেখিয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে যায়। তখন ওই সহপাঠিনী শিক্ষিকার কাছে অভিযোগ করে যে, শ্রেয়া পরীক্ষায় নকল করেছে। আর এই অভিযোগের ভিত্তিতে শ্রেয়াকে শিক্ষিকারা মানসিক ভাবে হেনস্থা করেন।
এই মিথ্যা অভিযোগের জন্য ওই নাবালিকা অভিমানবশত আত্মঘাতী হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। আর এই মৃত্যুর জন্য পরিবারের তরফ থেকে শ্রেয়ার ওই সহপাঠিনী এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।