নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির গয়েরকাটার সাঁকোয়াঝোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানপাড়ায় বিজেপি ও তৃণমূল থেকে কয়েকশো কর্মী-সমর্থক সিপিএমে যোগদান করে ঢ্যাঁড়া পিটিয়ে পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবী তুলেছেন। এছাড়া পঞ্চায়েত এবং রাজ্য স্তরে দুর্নীতির অভিযোগ তুলে মিছিলও করা হয়।
পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ওই এলাকার সিপিএম নেতা বিরাজ সরকারের অভিযোগ, ‘‘সাঁকোয়াঝোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-বিজেপি যৌথ ভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ওই পঞ্চায়েত দখল করবেন।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিকে তৃণমূল এই নিয়ে সিপিএমকে কটাক্ষ করেছে। তৃণমূল নেতা মানসরঞ্জন ঠাকুরের কথায়, ‘‘সিপিএম সস্তার রাজনীতি করছে। বামফ্রন্টের উপপ্রধানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওঁর বিরুদ্ধেও ঢ্যাঁড়া পেটানো উচিত। কিন্তু ওঁকে আড়াল করা হচ্ছে কেন?’’