Indian Prime Time
True News only ....

ফের সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে দুর্ঘটনার মুখে বন্দে ভারত এক্সপ্রেস। গতকাল রাতেরবেলা মুম্বই থেকে গান্ধীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি উদভাদা ও ভাপি স্টেশনের মধ্যে একটি গোরুকে ধাক্কা মেরেছে। এই সংঘর্ষের ফলে ট্রেনের সামনের প্যানেলে একটি ছোটো ফাটল ধরেছে।

গতকাল গুজরাতে প্রথম দফায় ৮৯ টি আসনে ভোটগ্রহণ ছিল। অতএব, বিধানসভার ভোটপর্ব চলাকালীন এই ঘটনায় শাসক শিবিরের মধ্যে কিছুটা অস্বস্তি বেড়েছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৩০ শে সেপ্টেম্বর নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করার পর থেকে এই নিয়ে চার দফায় বন্দে ভারত এক্সপ্রেস গোরু-মোষকে ধাক্কা মেরেছে।

- Sponsored -

- Sponsored -

এছাড়া গত ৮ ই নভেম্বর বিকেলবেলা গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরে আনন্দ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছিল। এই ট্রেন দু’মিনিটের সামান্য বেশী সময়ের মধ্যে ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

/

তাই বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করা অন্যান্য ট্রেনের তুলনায় অনেক বেশী আরামদায়ক বলে পশ্চিম রেল কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু বসতিপূর্ণ এলাকায় এই সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস চালানো ঝুঁকির কি না তা নিয়ে বার বারই প্রশ্ন উঠছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored