নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল বারাবনির নুনি পঞ্চায়েতের আসনবনি গ্রামে জঙ্গল ঘেরা জায়গায় ৩৫ বছর বয়সী রাম কোঁড়া নামে এক যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে আসানসোল উত্তর থানায় খবর পাঠান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন। পরিবারের সদস্যরা জানান, “সোমবার সন্ধ্যাবেলা ৬ টা ৩০ মিনিট নাগাদ রাম বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি। রাতেরবেলা খোঁজাখুঁজিও করলেও সন্ধান পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
গলায় কাটা দাগ ও শরীরের নানা অংশে আঘাত দেখে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই দ্রুত দোষীদের গ্রেফতার করার আবেদন জানানো হয়েছে।” এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে কুকুর দিয়েও তল্লাশি চালান। এর পাশাপাশি দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে এই ঘটনায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায় এলাকায় এসে জানান, “পরিবারটি সিপিএম-মনস্ক। দলের যেকোনো মিছিল ও সভায় নিয়মিত যোগ দিতেন। যে খুন হয়েছেন তিনিও প্রতিটি ভোটে সিপিএমের পোলিং এজেন্ট হন। অতএব খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ উড়িয়ে দেওয়া যায় না। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় এক জন যুবক খুন হয়ে গেলেন। যা সন্ত্রাসেরই পরিবেশ তৈরী করছে।”
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, “খুনের ঘটনা খুব আতঙ্কের বিষয়। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের আগে। যদি অভিযুক্তেরা ধরা না পড়ে তাহলে আমরাও আন্দোলনে নামব।” এদিকে বিধায়ক তৃণমূল নেতা বিধান উপাধ্যায় বলেছেন, “যেকোনো মৃত্যুই মর্মান্তিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।”