চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতার ঠাকুরপুকুরের ভট্টাচার্য পাড়া রোড এলাকায় এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হলেন এক জন কোচিং সেন্টারের শিক্ষক।
জানা গেছে, নাবালিকাকে যে যৌন হেনস্থা করা হয় তা সে বাড়িতে জানালে পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ৫৪ বছর বয়সী সুরজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেফতার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কোচিং সেন্টারের মধ্যে এই ঘটনা ঘটলো কিভাবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। এদিকে নাবালিকার পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবী জানিয়েছেন। তবে এখনো অবধি কোচিং সেন্টার কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানাননি।
Sponsored Ads
Display Your Ads Here