মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ তিন দিন ধরে নিখোঁজ থাকার পর উত্তর চব্বিশ পরগণার পানিহাটির ঘাট থেকে উদ্ধার হয়েছে ৮৬ বছর বয়সী হুগলীর কোন্নগরের দেবপাড়ার বাসিন্দা প্রণব রায়চৌধুরীর দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ শে নভেম্বর সকালবেলা প্রণববাবু বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও আর খোঁজ পাওয়া যায়নি। ওই দিনই উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করা হয়। পাশাপাশি ওই দিন থেকেই তাকে সমাজমাধ্যমে খুঁজে দেওয়ার আবেদনও জানানো হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
অবশেষে মঙ্গলবার সন্ধ্যাবেলা পানিহাটি পুলিশের তরফ থেকে ওই পরিবারের সদস্যদের গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধারের খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্রণববাবুর দেহ শনাক্ত করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রণববাবুর বার্ধক্যজনিত কারণে স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়েছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন না জলে পড়ে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, প্রণববাবুর ভাই মানস রায়চৌধুরী কংগ্রেসের নেতা ছিলেন। ২০০৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মানসবাবুকে দুষ্কৃতীরা বোমা মেরে খুন করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here