নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের কাঁটাতারবিহীন চকগোপালে একটি কালভার্টের নীচ থেকে কালো পলিথিনে থাকা জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী।
‘মেড ইন ফ্রান্স’ লেখা কাচের জারে প্রায় দু’ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা। এদিন বিএসএফের পক্ষ থেকে বালুরঘাট বন দপ্তরের হাতে জারটি তুলে দেওয়া হয়। আর বন দপ্তর বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
এর আগেও বেশ কয়েক বার বিএসএফ হিলিতে জার ভর্তি সাপের বিষ উদ্ধার করেছে। কিন্তু আগের মতো এবারেও পাচারকারীরা অধরা। বিএসএফ আধিকারিকদের সন্দেহ যে, হিলির ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত পথকে সাপের বিষ পাচারের করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তবে বার বার সাপের বিষ উদ্ধার হলেও পাচারকারীদের গ্রেফতার করা যাচ্ছে না কেন তা নিয়ে প্রশ্নও উঠেছে। বিএসএফ আধিকারিকের দাবী, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সময়ে জওয়ানদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়।’’