মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরের মালিকাপুর এলাকায় চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে রহস্যজনক ভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পানিহাটির ঘোলা এলাকার বাসিন্দা নন্দিতা মণ্ডল নামে এক জন মহিলার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা যাচ্ছে, নন্দিতা দেবী এলাকার হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে এসেছিলেন। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ভারী কিছু মাটিতে পড়ার শব্দ শোনা মাত্রই এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এদিকে নন্দিতা দেবীর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। আর জিজ্ঞসাবাদের জন্য দত্তপুকুর থানায় ডেকে পাঠানো হয়েছে। কিন্তু নন্দিতা দেবী হাসান টাওয়ারে এসেছিলেন কেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি
ওই ফ্ল্যাটটি কার, সেই বিষয়ও খোঁজ চালানো হচ্ছে।