ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আবার প্রায় ১৫১ জন নিখোঁজও রয়েছেন। সোমবার দুপুরবেলা হওয়া ৫.৬ মাত্রার ভূকম্পনে এখনো অবধি মৃত্যু হয়েছে ২৬৮ জনের। যাদের অধিকাংশই স্কুলপড়ুয়া।
ভূকম্পনের সময়ে একাধিক বিদ্যালয় খোলা থাকায় বেশ কয়েক জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকটি গ্রামে ঘর-বাড়ি হুড়মুড় করে ভেঙে এলসকায় ধস নামে। আহত ও ক্ষতিগ্রস্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছিল। অন্য দিকে রাস্তাঘাট ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গতদের উদ্ধার করতে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়।
সূত্রের খবর অনুযায়ী, এবারের ভূকম্পনের উৎস রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। সেখানেই সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যাও তুলনামুলক ভাবে বেশী। আর হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরে বিস্তৃত আগ্নেয়গিরির বলয় ‘রিং অব ফায়ারের’ মধ্যে অবস্থিত। তাই ভূকম্পনের দিক থেকে বিশ্বের ওই অংশ সবচেয়ে বেশী সক্রিয়। ২০০৪ সালে সুমাত্রা দ্বীপে ৯.১ তীব্রতার একটি ভূকম্পন হয়েছিল যার জেরে প্রায় ১৪ টি দেশ ক্ষতিগ্রস্ত হয়।