নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মানিকচক থানার বালুটোলা এলাকায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে পা ও মাথায় আহত হয় ৫ বছর এবং ৯ বছর বয়সী এক জন শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিরুল ইসলাম বাড়ির পাশে কয়েক জন শিশুর সাথে আমবাগানে খেলতে গিয়েছিল। কিন্তু আসিরুল ইটভাটার কাছে মাটিতে পড়ে থাকা বলের মতো একটি জিনিস দেখে তা তুলে নিয়ে বাড়ি চলে এসে তুতো ভাইকে ডেকে খেলতে যেতেই বিস্ফোরণ ঘটে দুই জন শিশু আহত হয়।
এরপর তড়িঘড়ি আহত দুই জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই বোমা কোথা থেকে এসেছে তা জানা যায়নি। মানিকচক থানার পুলিশ এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। আর ওই বিস্ফোরক এসেছে কিভাবে এছাড়া ওই জায়গায় আরো বিস্ফোরক আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।