অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ অবশেষে সমাপ্তি ঘটলো দীর্ঘ লড়াইয়ের। আজ দুপুরবেলা ১২ টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাওড়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, গতকাল রাতেরবেলা থেকে এদিন সকালবেলা অবধি ঐন্দ্রিলার বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কোমায় চলে যান। তারপর ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষমেশ আর জ্ঞান ফেরেনি।
উল্লেখ্য, ২০১৫ সালে ঐন্দ্রিলা একাদশ শ্রেণীতে পড়ার সময় প্রথম ক্যানসারে আক্রান্ত হয়েছিল। ওই সময় তাঁর অস্থিমজ্জায় কর্কট রোগ হয়। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। আর দ্বিতীয় বার ২০২১ সালে ফুসফুসে টিউমার ধরা পড়ে।