নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ উত্তর দিনাজপুরের চোপড়া থানার কালাগছ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পরিযায়ী শ্রমিক বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত্যু হয়েছে এক জন বাস যাত্রীর। আর আহত হয়েছেন শিশু ও মহিলা সহ একাধিক। এই বাসে প্রায় ১৭ জন যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, ওই পরিযায়ী শ্রমিকের দল বাসে চেপে কোচবিহারের চৌধুরী হাট থেকে বিহারের পুর্ণিয়ার এক ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে চোপড়ার কালাগছ উড়ালপুলের দেওয়ালে সজোরে ধাক্কা মেরে বাসটি উল্টে যেতেই ২০ বছর বয়সী মনিরুল আলি নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সাত জন শিশু সহ একাধিক মহিলা এবং অন্যান্য যাত্রীরাও আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর এলাকাবাসীরা চোপড়া থানার পুলিশের কাছে খবর দিয়ে উদ্ধারকার্যে নামেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের তড়িঘড়ি চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ও ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের দাবী, ‘‘এই উড়ালপুলের উপর দিয়ে অনেক গাড়ি উচ্চ গতিতে যাতায়াত করায় এই দুর্ঘটনা ঘটে। তাই পুলিশকে দ্রুত গতিতে যাওয়া যানবাহনগুলিকে নিয়ন্ত্রণে আনতে হবে।’’ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here