নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির বানারহাটের লক্ষী পাড়া চা বাগানের ফরেস্ট লাগোয়া এলাকা থেকে একটি বিশালাকৃতি প্রাপ্তবয়স্ক মহিলা চিতাবাঘের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রথম চা বাগানের শ্রমিকরা দুর্গন্ধ পেয়ে তার কারণ খুঁজতে গিয়ে চিতাবাঘটিকে দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা দেহটিকে উদ্ধার করেন। কিন্তু এই মৃত্যু কি কারণে হয়েছে তা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিগত কয়েক বছর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে চোরা চালানকারীর দাপটে বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। বন দপ্তর নানা ভাবে সেই চোরা পাচারকারীদের গ্রেফতার করছে। কিন্তু তাও বন্যপ্রাণ হত্যা আটকানো যাচ্ছে না।