চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার ক্যামাক স্ট্রিটে আন্দোলন করার সময় আচমকা এক জন চাকরীপ্রার্থী পুলিশকর্মীর কামড় খেলেন। যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে।
আজ ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে গিয়েছিলেন। একটি দল ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই পুলিশকর্মীরা বাধা দিয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেন। আর এরমধ্যে মহিলা পুলিশকর্মীদের সাথে এক জন আন্দোলনকারীর ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
এই সময় আন্দোলনকারী এক জন তরুণীর হাতে গোলাপী টিশার্ট পরিহিত পুলিশকর্মী কামড়ে দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশকর্মীর এমন আচরণ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশকর্মী এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।