নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার হুড়া থানা এলাকার সুইয়াডি গ্রামে
পারিবারিক অশান্তির জেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ৭০ বছর বয়সী বাবুলাল হেমব্রম।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতেরবেলা বাবুলালবাবুর দেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়। বৃদ্ধের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ পাওয়া গিয়েছে। বড়ো ছেলে তপনকুমার হেমব্রমের অভিযোগ, “ভাই সত্যপ্রিয় হেমব্রম পারিবারিক অশান্তির কারণে এই খুন করেছে।”
পুলিশ প্রাথমিক ভাবে এই ঘটনায় মনে করছেন যে, সত্যপ্রিয়র বাবুলালবাবুর সাথে কোনো কারণে বচসা হয়। তখন বাবুলালবাবুকে ধারালো কোনো অস্ত্র দিয়ে চোখের নীচে আঘাত করা হলে তীব্র রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়। যদিও এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।