অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় ফের রোয়ার সমেত উল্টে গেল একটি বোট। এরপর রেসকিউ বোট এসে এক জনকে উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এই রোয়িং করার সময় বোট উল্টে যাওয়ার প্রধান কারণগুলি হলো, যদি একটা বোটের সঙ্গে আরেকটা বোটের ধাক্কা লাগে এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পাশাপাশি বোটের কোনো ত্রুটি থাকে কিন্তু এদিন কোনো বোটের সাথে কোনো বোটের ধাক্কা লাগেনি।
Sponsored Ads
Display Your Ads Here
রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের অভিযোগ, ‘‘বোটগুলির কোনো রকম ফিটনেস সার্টিফিকেট ছাড়াই রোয়িংয়ের অনুমতি দেওয়ায় এই বিপত্তি ঘটেছে। রেসকিউ বোট এসে উদ্ধারকাজে যারা হাত লাগালেন, তারা লাইফ জ্যাকেট না পড়েই উদ্ধারকার্যে নেমেছেন। যা অত্যন্ত বিপদজনক।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে ওই বোটটি ঠিক কি কারণে উল্টে গিয়ে এই বিপত্তি ঘটেছে তা সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here